নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের মধ্যেরচর ও ঝাউচর এলাকায় এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী।
অভিযানের বিষয়ে জানা যায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তাছাড়া মদিনা মেরিটাইমস লিমিটেডের বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে এখানে। সেগুলো ভাঙার কাজ চলছে । অবৈধ স্থাপনার মধ্যে মানুষের বসতবাড়িও রয়েছে ।
এ ছাড়াও এই সব এলাকায় নদীর জায়গা দখল করে পাথর ব্যবসা করে আসছে। সেসব স্থাপনাও পর্যায়ক্রমে ভাঙা হবে। এদিকে, আজকে যদি সবগুলো অবৈধ স্থাপনা ভাঙা সম্ভব না হয় তাহলে আগামীকালও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিএ কর্মকর্তা গুলাজার আলী।
সান নিউজ/এসএ