নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা। আজ শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন, পানির যা উৎপাদন খরচ, তার চেয়ে অনেক কম দামে পানি দেয়া হয়। বাকিটা সরকার ভর্তুকি দিচ্ছে। দুঃখজনক হলো, এই ভর্তুকি উচ্চবিত্তরাও পাচ্ছেন, যদিও তাদের তা পাওয়া উচিত না। আমরা এখন চিন্তা করছি, এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করব।
তাকসিম এ খান আরও বলেন, নিম্ন আয়ের মানুষের ব্যবহারের পানির দাম বাড়বে না, তবে কমানো হয়তো সম্ভব হবে না। কিন্তু অন্যান্য জায়গায় পানির দাম বাড়বে। তিনি জানান, ২০১০ সালে ঢাকা শহরের ১৫ থেকে ২০ শতাংশ মানুষ বৈধ পানির সংযোগের বাইরে ছিল।এখন ঢাকার প্রায় শতভাগ মানুষ বৈধভাবে পানি পায়।
সান নিউজ/পিডিকে