নিজস্ব প্রতিবেদক:
এখন থেকে আর সরাসরি সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফ করবে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাস এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিদিনের তথ্য প্রদান করবেন। এবং সেটা চালু হবে আগমী কাল ২৩ মার্চ সোমবার থেকে।
২২ মার্চ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) প্রতিদিনের ব্রিফিং শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিদিনের মতোই বেলা ১২টায় এ ব্রিফিংও হবে। ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য ই-মেইলে আমন্ত্রণপত্রও পাঠানো হবে। তখন আপনারা এই অ্যাপের মাধ্যমে ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।
এর আগে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। দুইজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা থেকে নতুন করে তিনজনের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত করা হয়েছে। এছাড়া আইসোলেশনে আছেন আরো ৪০ জন।
সান নিউজ/সালি