নিজস্ব প্রতিবেদক:
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাষ্ট্রায়ত্ত কেরু অ্যান্ড কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে এই জীবাণুনাশক বাজারে ছাড়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ”ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, কেরু উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস করতে সক্ষম। যা আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে বাজারে পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে চুয়াডাঙ্গার স্থানীয় প্রশাসন ও কেরু কোম্পানির শ্রমিক-কর্মচারীদের মধ্যে এটি বিতরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জায়গায় কেরুর ১৬টি বিপণন কেন্দ্র, শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সামনে এ স্যানিটাইজার পাওয়া যাবে। এছাড়া চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এটি সরবরাহ করা হবে।
কেরু জানিয়েছে, ১০০ মিলিলিটারের এক বোতল স্যানিটাইজারের খুচরা মূল্য ধরা হয়েছে ৬০ টাকা।
১৯৩৮ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় স্থাপিত এই প্রতিষ্ঠানটি এখনও স্পিরিট উৎপাদন করে আসছে।