নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ দিনের অভিযানে রাজধানীর গুলিস্তানে গুড়িয়ে দেয়া হল ৫তলা ভবন। একইসঙ্গে প্রায় অর্ধশত দোকানও উচ্ছেদ করা হয়।
এদিকে, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে।
এ অভিযান শুরু হয় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায়। ঘণ্টাখানেক পর অভিযানে বাধা হয়ে দাঁড়ায় মূল সড়কের মোটা বৈদ্যুতিক তার। আধা ঘণ্টা অভিযান বন্ধ রেখে তার কেটে আবারও শুরু হয় উচ্ছেদ। দুপুর দেড়টায় পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
এর আগে ধানমন্ডিতে অবৈধ তার অপসারণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুলবাড়িয়ার তিন মার্কেটের ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।
মেয়র বলেন, আমাদের কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। আমাদের কার্যক্রম ঢাকা শহরের সকল অবৈধ দখলের বিরুদ্ধে।
দোকান মালিকরা মঙ্গলবারও দাবি করেন লাখ লাখ টাকা দিয়ে এসব দোকান কিনেছেন তারা, মিটিয়েছেন ভাড়াও।
অন্যদিকে, বৈধ দোকান মালিকরা সাধুবাদ জানিয়েছেন এই অভিযানকে। এরই মধ্যে প্রায় সাড়ে ৬শ' নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে।
সান নিউজ/কেটি/এস