নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের উদ্যোগে নেয়া সার্ক ফান্ডে বাংলাদেশ দেবে দেড় মিলিয়ন ডলার ।
২২ মার্চ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
করোনা ভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতারা বিভিন্ন বিষয়ে এরইমধ্যে একমত হয়েছেন। এর মধ্যে সার্ক ফান্ড একটি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সার্ক দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেন সে অনলাইন কনফারেন্সে। ভারতের প্রধানমন্ত্রী প্রথম দিনেই সার্ক ফান্ডে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেন।
সূত্র জানায়, সার্ক ফান্ডে নেপাল ১ মিলিয়ন, আফগানিস্তান ১ মিলিয়ন, মালদ্বীপ ২ লাখ ও ভুটান ১ লাখ মার্কিন ডলার দেবে বকলে জানা গেছে।
সান নিউজ/সালি