নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজদের ধরতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও আধুনিকায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক সচিব মো. দিলোয়ার বখত্। তিনি বলেছেন, তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) উদ্যোগে আয়োজিত মানববন্ধনে দুদক সচিব এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, “দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত করে বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা। এসবের ওপর ভিত্তি করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজন হলে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হবে।”
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে এ মানববন্ধন করে র্যাক। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজসহ র্যাকের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এবার ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হচ্ছে।
সান নিউজ/এস