নিজস্ব প্রতিবেদক : আগামী বছর তথা ১ এপ্রিল ২০২১-এ রাজধানীর ঘাটারচর থেকে মতিঝিল রুটে পরিক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশনে’র মাধ্যমে একটি রুটের আংশিক অংশে বাস চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।’
মঙ্গলবার (৮ ডিসেম্বর) গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন' নামের কমিটির ১৪তম সভা শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন মেয়র। সকাল ১১টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুই সিটি করপোরেশনের কর্মকর্তা, বাস মালিক সমিতির সভাপতি, বিআরটিসির চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, ২২টি কোম্পানির ৪২টি রুটে ৯টি ক্লাস্টারের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের যে প্রস্তাব আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে এসেছে, সেটি আমরা চূড়ান্তকরণ করেছি এবং এই সিদ্ধান্তের আলোকে উত্তর সিটি করপোরেশনের ঘাটারচর ও দক্ষিণ সিটির মতিঝিলের একটি রুটের আংশিক অংশে পরিক্ষামূলক ভাবে ফ্রাঞ্চাইজি ব্যবস্থা চালু করব।
আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বাস রুট ফ্রাঞ্চাইজির সকল কার্যক্রম শেষ করার জন্য সিটি করপোরেশনের অংশীদারদেরকে নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যেই আমরা দায়িত্বগুলো তাদের মধ্যে ভাগ করে দিয়েছি এবং ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্তের আলোকে আমরা সবুজ রঙের বাস চালু করব।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যানজটমুক্ত ঢাকা গড়তে আমরা বাস রুট ফ্রাঞ্চাইজি পাইলটিং চালু করছি। এটা করার সময় কোন জায়গা থেকে বাস বের হবে, কোথায় যাত্রী ছাউনি হবে, বাসের চালক ও হেলপারদের ড্রেস কোড কী হবে, মালিকদের দায়িত্ব কী হবে, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি।
এই চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করতে আমাদের তিন মাস সময় লাগবে। এবং এই সময়ের মধ্যে আমরা সমস্ত চ্যালেঞ্জ দূর করে আগামী এপ্রিল থেকে প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে বাস চালু করব। পরবর্তীতে ধীরে ধীরে ঢাকা শহরের সমস্ত রুটে এই কার্যক্রম বাস্তবায়ন শুরু করব।'
সান নিউজ/এসএ/এস