নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, তানজিলা কবির ত্রপা এবং এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ওই মার্কেটের ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান পরিচালনা করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।
ডিএসসিসি সূত্রে জানা যায়, রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ প্রায় ৯১১টি অবৈধ দোকান রয়েছে।
অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। অভিযান বন্ধের দাবিতে নানা স্লোগান দেন।
সান নিউজ/বিএস