নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানের আইইবি টেস্টিং ল্যাবরেটরি গঠন লক্ষ্যে সোমবার (৭ডিসেম্বর) সকাল ১০টায়,সেতু বিভাগের সচিব জনাব মো. বেলায়েত হোসেনের সাথে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউটের এক মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের আইইবি টেস্টিং ল্যাবরেটরি গঠন নিয়ে নানা দিক তুলে ধরা হয়।
এসময় সেতু সচিব মনোযোগ সহকারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উক্ত মতবিনিময় সভায় আলোচকরা বাংলাদেশে এর গুরুত্ব তুলে ধরেন। এসময় ঢাকা কেন্দ্রের সম্মানী সেক্রেটারী বলেন এ র্যাব বাংলাদেশ কে ডিজিটাল বাংলা রুপান্তরের ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিভে।
আইইবি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে আন্তর্জাতিক মানের আইইবি টেস্টিং ল্যাবরেটরি গঠন/প্রতিষ্ঠা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মো. বেলায়েত হোসেনে,সচিব,সেতু বিভাগে।
যাচাই বাছাই করে আগামীতে এ সক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে যানান সেতু সচিব। বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচূরের তীব্র নিন্দা জানানো হয় এবং প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি করা হয়।
সান নিউজ/পিডিকে/এস