নিজস্ব প্রতিবেদক : শীত এলেই বাড়ে ডেঙ্গু প্রকোপ। করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হন ২১ জন ও বিভাগীয় হাসপাতালে ৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তিকৃত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৬৮ জন ও ঢাকার বাইরে ১৮ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ভর্তিকৃত ২৯ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত (রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে৪ জন) হাসপাতালে ৫ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১ জন এবং খুলনা বিভাগে পাঁচজন ভর্তি হন।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সর্বমোট একহাজার ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে এক হাজার ৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মাসিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫, মে-তে ১০, জুনে ২০, জুলাইয়ে ২৩, আগস্টে ৬৮, সেপ্টেম্বরে ৪৭, অক্টোবরে ১৬৩ এবং নভেম্বরে ৫২৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
মোট ডেঙ্গু রোগীদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে আগস্টে একজন ও অক্টোবরে দুজনের মৃত্যু হয়।
সান নিউজ/এম/এস