জাতীয়

মোমবাতি জ্বালিয়ে তাজরীন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের এক পোশাক কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে নিহত ১১৩ জন শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে অবস্থান করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আহত শ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের প্রধান ফটকের সামনে একটি সমাবেশ করার পর মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালন করেন ৩৫টি সংগঠনের নেতা ও শ্রমিকরা।

এসময় শ্রমিক নেতা ও আহত শ্রমিকরা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনার আট বছর হচ্ছে। এদিন আগুনে পুড়ে ১১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক শ্রমিক। আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনরা আজ অহসায়ভাবে জীবন যাপন করছেন। শ্রমিকরা তেমন কোনো ক্ষতিপূরণ পাননি। যেটুকু সহয়তাও দেওয়া হয়েছে, তাও শ্রমিকরা ঠিক ঠাক মতো পাননি।

তারা আরও জানান, এ ঘটনায় যে মামলা হয়েছে, তারও কোনো অগ্রগতি নেই। তাজরীনের এ পুড়ে যাওয়া ভবনটি ভেঙে অথবা এটি পরীক্ষা করে এখানে আহত শ্রমিকদের পুনর্বাসন করে দেওয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন-শ্রমিক কর্মচারী ঐক পরিষদের (স্কপ) অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা