নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ওয়ারী এলাকায় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরের সামনে এসে শেষ হয়।
এসময় ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক জনি ভূঁইয়া, আব্দুর রহিম ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ভূঁইয়া, ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ হৃদয়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র নেতা জসিম উদ্দীন, সলিমুল্লাহ কলেজ ছাত্রদলের নেতা তায়েব, ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিক চৌধুরী, ৩৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সিয়াম হোসেন, সদস্য রোমান মাহবুবসহ দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/পিডিকে