সান নিউজ ডেস্ক : ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ‘একজন কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার নিমিত্তে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।’
জরুরি প্রয়োজনে দূতাবাসের ইমেইলে ([email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৭৫ সালের মার্চ মাসে ঢাকায় কোরিয়ার আবাসিক দূতাবাসের প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দেশটির ১৮ জন রাষ্ট্রদূত এ দেশে দায়িত্ব পালন করেছেন।
গত চার দশকে দুই দেশ ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ক জোরদার করেছে। কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) অধীনে ১০ হাজারের বেশি বাংলাদেশি কোরিয়ায় কাজ করছেন।
সান নিউজ/এসএম