নিজস্ব প্রতিবেদক : মাস্ক না পরে বাইরে রাস্তায় চলাফেরার অপরাধে সাভারে ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
শনিবার ( ২১ নভেম্বর) সকালে সাভার থানা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরার অপরাধে ১৮ জনকে ৬ হাজার ৯শ' টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সামর্থ্যহীন নিম্ন আয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
সান নিউজ/এসএ