শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ২০ নভেম্বর ২০২০ ১২:২৩
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৬:৩৪

রাজধানীতে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় নিজের গায়ে আগুন ধরিয়ে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ধোলাইপাড় কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় শারমিনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন তার স্বজনরা।

স্বজনদের দাবি স্বামী রমজান ও শাশুড়ির কারণে গৃহবধূ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। দগ্ধ শারমিনের খালাতো বোন আফরোজা আক্তার জানান, রমজানের সঙ্গে তার বোনের আনুমানিক তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পরপরই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। তার স্বামী রমজান ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে গত কয়েক মাস ধরে শারমিন বাবার বাড়িতেই থাকতেন।

তিনি জানান, শারমিন কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে গেলেও সেখানে থাকতে পারিনি। স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের কারণে বাবার‘ বাড়িতে চলে আসেন। আজ তিনি বাবার বাড়িতেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে আমরা জানেছি। তবে হাসপাতালে দগ্ধ শারমিন বারবার বলছেন তার এ অবস্থার জন্য দায়ী তার স্বামী ও শাশুড়ি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, শারমিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা