নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে অভিনেতা ফারুকের করোনা পজিটিভি আসলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। এরপর লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সান নিউজ/বিএস