নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের কারণে কেউ যদি হজে যেতে না পারেন তাহলে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন না। এমনটাই জানালেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৮ মার্চ রবিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে যদি কেউ করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারেন তাহলে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন।
তিনি আরো জানান, সৌদি আরবের সঙ্গে আমাদের নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে বলে জানিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি হজ প্যাকেজ ঘোষিত হয়। এর মধ্যে প্যাকেজ-১ এ খরচ সর্বমোট চার লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মত এ বছরই প্যাকেজ-৩ চালু করা হয়। বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্যও আলাদা করে তিন লাখ ৫৮ হাজার টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আরবী মাসের ৯ জিলহজ, ইংরেজি ৩০ জুলাই এবারের হজ অনুষ্ঠিত হবার কথা। ২৩ জুন থেকে শুরু হবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট।
এ জন্য হজ সংক্রান্ত যাবতীয় কাজ সহ নিবন্ধন শেষ করতে হবে ১৫ মার্চের মধ্যেই।
সান নিউজ/সালি