নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম। মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
৭মার্চ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ আহ্বান জানান তিনি।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা, সন্দেহ রয়েছে! আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি দিক। এটাই আমাদের চাওয়া।
খালেদা জিয়ার মুক্তির জন্য জামিন আবেদন খারিজ সম্পর্কে তিনি অবগত আছেন জানিয়ে সেলিমা বলেন , তার বাম হাত তো সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ। খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আগের মতোই খালেদা জিয়ার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা।
শনিবার বেলা ৩টায় বিএসএমএমইউয়ের হাসপাতালে কেবিন ব্লকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেলিমা রহমান। তখন তার সঙ্গে ছিলেন ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও ভাগ্নে সামিয়া ইস্কান্দার।
সান নিউজ/সালি