নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন চলমান অবস্থায় রাজধানীতে ছয় বাসে আগুন দেয়ার ঘটনায় চার থানায় এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল,শাহবাগ ও পল্টনসহ মোট ৫ থানায় ৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি দেড় শতাধিক। ইতোমধ্যে আসামিদের ১৮ জনকে গ্রফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী।
সান নিউজ/বিএস