নিজস্ব প্রতিবেদক :
টিপ দিলেই ভোট হয়ে যায়। আগে কখনো এরকম ভোট দেইনি, খুব মজা পাইছি ভোট দিয়ে। কথাগুলো বলছিলেন ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট দিতে আসা শহীদুল মিয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উত্তরা কলাস্টিকা স্কুল কেন্দ্রে ওই ভোটারের সঙ্গে কথা বললে খুশিতে কথাগুলো বলেন তিনি।
জানতে চাইলে শহীদুল মিয়া বলেন, আমার বাড়ি নরসিংদীর রায়পুরা। বহু বছর আগে পরিবার নিয়ে ঢাকায় এসেছি। উত্তরার বাউনিয়া এলাকায় থাকেন বলেও জানান তিনি।
শহীদুল মিয়া স্মৃতিচারণ করে বলেন, ‘আমি আগে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিয়েছি। কিন্তু এখন ডিজিটাল যুগে এসে টিপ দিয়ে ভোট দিয়েছি। শুরুর দিকে একটু অসুবিধা হলেও ভোট কেন্দ্রের লোকদের সহযোগিতায় ভোট দিতে পেরেছি। তিনি বলেন, বুঝতে পেরে সহজ মনে হচ্ছে। ভবিষ্যতে ভোট দিতে আর সমস্যা হবে না।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ৯ জুলাই এ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
সান নিউজ/বিএস