নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। আসন্ন উপ নির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ নভেম্বর) যানবাহন চলাচলে বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে ইসি।
এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থ্যাৎ বুধবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের পাশাপাশি একই নির্দেশনা সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের জন্যও প্রযোজ্য হবে।
আগামী ১২ নভেম্বর রাজধানীর উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তরখান, দক্ষিণখান ও খিলখেত থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গেল ৯ জুলাই এ আসনের সাবেক সংসদ সদস্য সাহারান খাতুনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
সান নিউজ/পিডিকে/এস