নিজস্ব প্রতিবেদক, সিলেট : ‘আমি খুনি না, ইচ্ছে করে, আমি একা মারিনি। একে (রায়হানকে) রিমান্ডে দিয়েছে পাঁচ-ছয় জন- এ জন্য সে মরে গেছে ভাই। কথাগুলো বলছেন সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর।
সোমবার (০৯ নভেম্বর) কানাইঘাটের ডনা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আদিবাসীদের হাতে আটক হয় এই পুলিশ সদস্য।
এ সময় আদিবাসীদের নানা প্রশ্নের জবাব দিতে দেখা যায় আকবরকে। সে সময় রায়হান হত্যাকাণ্ডের কথা শিকার করেন আকবর। স্থানীয়দের প্রশ্ন ছিলো রায়হানকে কে মেরেছে? তার বয়স কত? কি কারণে তাকে ধরেছ? জবাবে আকবর বলেন, ‘একটা ছেলে, বয়স ৩২ বছর। সে চিন্তাই করেছে। ১০ হাজার টাকা চিন্তাই।
“আমরা তার জান নিনাই, আমার হাসপাতালে নিচি আরও। পাবলিক মারছিলো আমরা হাসপাতালে নিচি আরও। কিন্তু ওখান থেকে সে মরে গেছে।”
সান নিউজ/এম/এস