নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সংসদ লিয়াকত হোসেন খোকার বক্তব্য এখন ট্যাক অব দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। গত ২দিন ধরে দেশীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে তার সংবাদ প্রকাশিত হলে বিশ্ব তথা পুরো সোনারগাঁয়ের সর্বত্র ছিল আলোচনার কেন্দ্র বিন্দু। চায়ের দোকান, খাবার হোটেল থেকে শুরু করে যাত্রীবাহি বাস, সিএনজি ও রিক্সা চলাচলরত যাত্রীদের মধ্যে ছিল এই বক্তব্য।
তার এ বক্তব্য আর্ন্তজাতিক মিডিয়া বিভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করলেও সাধারণ জনগন ও মুসল্লীরা ইসলাম ও মহানবীকে দেয়া এ বক্তব্য স্বাগত জানিয়ে তাকে একজন মুমিম মুসলমান হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে ছবি পোষ্ট করেছেন। তবে কিছু লোক তার বক্তব্যটি দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন।
গত ২ নভেম্বর হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এক সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুলে ম্যাক্রঁকে উদ্দেশ্য করে বাংলাদেশে একজন সংসদ সদস্য বলেছেন, মি. ম্যাক্রঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।
নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেইজে আপলোড করেছেন।সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তার ভিডিও’ সুত্র ধরে বিভিন্ন আর্ন্তজাতিক মিডিয়া নিউজ করেছেন। সেখানে এমপি খোকা এমপি হিসেবে নয় সাধারণ মানুষ ও নবীর উম্মত হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুলে ম্যাক্রঁকে উদ্দেশ্য করে বলেন মি. ম্যাক্রঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।
সান নিউজ/পিডিকে/এস