জাতীয়

প্রবাসীদের এই মুহূর্তে দেশে না ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:

করোনাভাইরাস ঠেকাতে অতি জরুরি না হলে বিদেশে কর্মরত বাংলাদেশিদেরেএই মুহূর্তে দেশে না ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, বাংলাদেশে কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিটি জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতালগুলোতে সব প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ঢাকায় কুয়েত-মৈত্রী হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালকে করনাভাইরাস রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বক্ষব্যাধি হাসপাতালে ২০ বেডের একটি আইসিইউ করা হচ্ছে। ক্রিটিক্যাল রোগীদের সেখানে রাখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস ঠেকাতে ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরান থেকে আগত যাত্রীদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। আমরা চাই না আমাদের দেশ কেউ করোনায় আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও চান না তাদের মাধ্যমে দেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। দেশ ও পরিবারের স্বার্থেই তারা এখন যে যেদেশে আছে সেখানেই অবস্থান করুক।

মন্ত্রী আরও বলেন, আমাদের আশেপাশের দেশে করোনাভাইরাস এসে গেছে। বাংলাদেশেও যে আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। আমারা প্রস্তুত আছি, এই প্রস্তুতি আরও বৃদ্ধি করছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমামা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সবসময় আলোচনা হচ্ছে। তাকে সব বিষয় অবহিত করে ব্যবস্থা নিয়েছি।

ঢাকার বাইরে করোনা প্রতিরোধে প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর ব্যবস্থা থাকবে। আল্লাহ না করুক, যদি রোগী বেশি দেখা যায় তাহলে স্কুল-কলেজ, কমিউনিটি সেন্টার মার্ক করে রেখেছি আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য।

যারা চিকিৎসা সেবা দিবেন তাদরে প্রশিক্ষণের ব্যবস্থা দেয়া হবে। তাদের জন্য যথেস্ট পরিমাণে গাউন, মাস্ক, গ্লাভস দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

মন্ত্রী জানান, এরই মধ্যে বিদেশ থেকে আসা ৪ লাখ ১৮ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া আমরা একশ'র মতো রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ে আরও দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্র...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ইন্টারপোলে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে...

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; চিকিৎসক মাত্র চার জন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে...

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি: বলছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস শুক্রবার (১৮ এপ্রিল) সকালে একটি নতুন...

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়...

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মি...

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

আবু নূর মো: শামসুজ্জামান ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক...

ভালুকায় বাঁশের বেড়া দিয়ে দরিদ্র পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি দরিদ্র পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হ...

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যানসহ চার আ. লীগ নেতা আটক

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকে আটক করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা