শপথ নিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলররা। আজ (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর দুই সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই টিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়রদের মশা নিয়ন্ত্রণের নির্দেশ দনে। বলেন, মশা যেন ভোট খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে কার্যমকর ব্যবস্থা নিতে হবে। সেদিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে।