নিজস্ব প্রতিবেদক : এবার কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম পুত্র ইরফান সেলিম। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “ইরফান সেলিমকে আইনানুযায়ী আজই (মঙ্গলবার) কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হবে। একইসঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।”
প্রসঙ্গত, গত রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য স্টিকার যুক্ত সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ইরফান সেলিম ও তার সঙ্গীরা। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।
সেদিন রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। সোমবার দুপুরে ইরফানকে গ্রেফতার করে র্যাব। ওই দিন পুরনো ঢাকায় তার বাসায় অভিযানও পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সান নিউজ/এস