নিজস্ব প্রতিনিধি, নাটোর : সুস্থধারার রাজনীতি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে মধ্য দিয়ে তরুণদের মেধার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, “আজকের তরুণরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাদের মেধার বিকাশ ঘটাতে মাদক ছেড়ে মাঠে আসতে হবে।”
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে শুকাশ ইউনিয়নের বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, “শুকাশ ইউনিয়ন এক সময় সন্ত্রাস কবলিত ইউনিয়ন হিসেবে সিংড়া উপজেলার কাছে পরিচিত ছিল। এখানে দিনে দুপুরে মানুষের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারারাত জেগে পাহারা দিতো। সেই শুকাশ এখন সন্ত্রাসমুক্ত এলাকায় পরিণত হয়েছে।”
আদিবাসী ফুটবল ম্যাচ খেলার পরিচালনা কমিটির সভাপতি সরেশ চন্দ্র উরাঁওয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, শুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমতসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
সান নিউজ/এস