নিজস্ব প্রতিবেদক :
সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পড়িয়েছেন আদ-দ্বীন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম।
জানাজা শেষে তার মরদেহ পল্টনের নিজ বাসায় নেওয়া হয়েছে।
ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর দুপুর দুইটায় তার কর্মস্থল সুপ্রিম কোর্টে হবে তৃতীয় জানাজা। সুপ্রিম কোর্টে জানাজা শেষে বনানী কবরস্থানে প্রবীণ এই আইনজীবীকে দাফন করা হবে।
জানাজা শেষে রফিকুল হকের মরদেহ তার পল্টনের নিজ বাসায় নেয়া হয়েছে।
সান নিউজ/এসএম/ বিএস