নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশকে দেয়া সহায়তার অংশ হিসেবে সাহায্য সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে প্রায় ১০০ ভেন্টিলেটর দিয়েছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, নতুন ও মানসম্পন্ন এসব ভেন্টিলেটর অনেক দিন চলবে। কারণ মহামারী করোনা মোকাবেলায় আমরা সবাই একসঙ্গে কাজ করছি।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন জোয়ান ওয়াগনার এবং ইউএসএআইডি’র ভারপ্রাপ্ত মিশন পরিচালক গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভেন্টিলেটরগুলো গ্রহন করেন।