একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন একটি বাংলা ফন্ট উদ্বোধন করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা- ইউএনডিপি। এছাড়া, বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে সংস্থাটি।
আজ (২১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এই নতুন বাংলা ফন্ট-এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ইউএনডিপি’র ওয়েবসাইট থেকে এ ফন্ট ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।
সংস্থাটি জানায়, বাংলা বর্ণমালার বিভিন্ন দিক যেমন- মাত্রা ও যুক্তাক্ষরসহ অন্যান্য বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন এই ফন্ট তৈরি করা হয়েছে।
ইউএনডিপি’র ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় রচনা করেছেন ড. সেলিম জাহান। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। কাজ শেষ হওয়ার পর সম্প্রতি অবসরে গেছেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এই রিপোর্টে একটি গুরুত্তপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। তা হলো- নিম্ন আয়ের ঘরে জন্ম নেয়া এক শিশুর গড় আয়ু হবে ৫৯ বছর। আর উচ্চ আয়ের ঘরে শিশুর গড় আয়ু বেড়ে হবে ৭৮ বছর। অর্থাৎ জন্ম থেকেই নিম্ন ও উচ্চ আয়ের মধ্যে বৈষম্য শুরু হয়।
তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলো এখন প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশকে নিজেদের সহায়তা দিচ্ছে না।
এই প্রেক্ষাপটে ইউএনডিপির মতো সংস্থা বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আরও বলেন, অন্যান্য অনেক দেশে জাতিসংঘের অর্থ অপচয় বা নষ্ট হয়। কিন্তু বাংলাদেশে এর পরিমাণ তুলনামূলক অনেক কম। এ কারণে ইউএনডিপি বাংলাদেশে একটি সফল উদাহরণ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে ড. সেলিম জাহান বলেন, ‘মানব উন্নয়ন রিপোর্ট প্রথম উদ্বোধন হয় ১৯৯০ সালে। এর পরের বছর এই রিপোর্ট বাংলায় প্রকাশিত হয়, সেটিরও রচয়িতা ছিলাম আমি।’
বাংলাদেশের জন্য প্রতিবছর সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এটি আমাদের নিজস্ব সম্পদ বলে মন্তব্য করেন ড. সেলিম জাহান।