নিজস্ব প্রতিবেদক : ৪ দফা মেয়াদ বাড়ানো ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টে মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রিটকারি আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এখন রিটকারি মক্কেলরা চাইলে আমরা আবার এ বিষয়ে শুনানি করতে অন্য কোর্টে যাব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রোববার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন এডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী।
তার আগে গত ১৪ অক্টোবর এ রিটের বিষয়ে শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য রোববার (১৮ অক্টোবর) দিন ঠিক করেন হাইকোর্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী এডভোকেট মো. তানভীর আহমেদ।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, যখন ওয়াসার এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় তখন প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারীর পক্ষে এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করেছিলাম।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তৃতীয় মেয়াদে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিট আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না-এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে, ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্তের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়।
এছাড়া ওয়াসা বোর্ডের সচিব কোন ক্ষমতাবলে ১৯ সেপ্টেম্বরের বোর্ড সভার জন্য ১৭ সেপ্টেম্বর নোটিশ ইস্যু করেছেন, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয় রিটে। ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ রিট আবেদনটি করেন।
রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসার চারজনকে বিবাদী করা হয়েছে। আইনজীবী তানভীর আহমেদ বলেন, সংবিধানের ২৯ (১)-এ বলা হয়েছে, যেকোনো সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। কিন্তু এখানে সমান সুযোগ দেয়া হয়নি। একজনকে বারবার নিয়োগ দিচ্ছে। এজন্য রিট আবেদনকারী সংক্ষুব্ধ।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর ৪ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। ১৪ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ায় আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে নিয়োগ দেয়া হয়েছে।
সান নিউজ/এসকে/এস