নিজস্ব প্রতিবেদক : নিয়োগবিধি পরিবর্তণ করে নতুন নিয়োগ না দেয়ায় পুরানো বিধিতে রেলওয়ের পরিচালনার ফলে দীর্ঘদিন যাবৎ সারাদেশে জনবল সংকটের কবলে বাংলাদেশ রেলওয়ে। দেশের বিভিন্ন স্থানে জনবলের কারণে রেলষ্টেশনগুলো বন্ধ থাকায় বাড়ছে দুর্ঘটনা এবং সরকার বঞ্চিত হচ্ছে বিশাল অংকের রাজস্ব থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগের বিধি পরিবর্তন না হওয়ায় নতুন নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। তবে চলতি মাসেই নতুন নিয়োগবিধি চূড়ান্ত হলে, প্রায় ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের পূর্বাঞ্চলে বিভিন্ন গ্রেডের চালক থাকার কথা কমপক্ষে ৯৮০ জন। কিন্তু নতুন নিয়োগ না হওয়ায় ৩৩৩টি পদই শূন্য। এতে চালকেরা বিশ্রামের সময় যেমন পাচ্ছেন কম,তেমনি ঘটছে দুর্ঘটনাও।
শুধু চালক নয়, রেলের প্রায় সব বিভাগেই রয়েছে মারাত্মক জনবল সংকট। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কিছু গুরুত্বপূর্ণ পদের কাজ চলছে চুক্তিভিত্তিক নিয়োগে। কিন্তু স্টেশন মাস্টারের মতো পদ শূন্য হওয়ায় সারা দেশে বাড়ছে বন্ধ স্টেশনের সংখ্যা।
রেল কর্তৃপক্ষ বলছে, গত বছর ১৯৮৫ সালের বিধি বাতিল হওয়ায় স্থগিত রয়েছে সব ধরনের নিয়োগ। তবে চলতি মাসেই নতুন বিধি চূড়ান্ত করে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।
একসময় রেলে প্রায় ৪০ হাজার জনবল থাকলেও বর্তমানে কাজ করছেন ২৫ হাজারেরও কম।
সান নিউজ/এসকে