নিজস্ব প্রতিবেদক :
ধর্ষণ রোধে ব্যাপক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
গণভবন থেকে ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিলো।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজে অনেকগুলো ব্যাধি আছে- ইদানীং ধর্ষণ ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাব তারা তত বেশি বাড়ে। ধর্ষণ রোধ করতে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। তাহলে অন্যায় অবিচার রোধ করা সম্ভব।