দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ রয়েছে ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট। সেখান থেকে প্রতিদিন গড়ে উত্তোলন করা হচ্ছে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ হারে উত্তোলন অব্যাহত থাকলে মজুদকৃত গ্যাস উত্তোলন করা যাবে ২০৩০ সাল পর্যন্ত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
প্রতিমন্ত্রী বলেন, নতুন গ্যাসফিল্ড আবিষ্কারে বর্তমানে রাঙ্গামাটি জেলার সীতাপাহাড় ভূগঠনে ভূতাত্ত্বিক জরিপ কাজ চলমান রয়েছে। বিভিন্ন ব্লকে ২ডি সাইসমিক জরিপ করার জন্য ডিপিপি অনুমোদন পর্যায়ে রয়েছে। শ্রীকাইল ইস্ট-১ অনুসন্ধান কূপ খননের প্রস্তুতিমূলক কাজ চরছে।
এছাড়া সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য চারটি ব্লকে বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই এসএস-০৪ ব্লকে অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হবে।
বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের অপর এক প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, ঢাকা মহানগরসহ আশপাশের জেলাগুলোতে ২ লাখ ৪৪ হাজার ৭৬০ মিটার অবৈধ বিতরণ লাইন রয়েছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন থানায় মোট ১০৪টি মামলা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ১০০ টাকা আদায় করা হয়েছে।