নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমারের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সহায়তার পাশাপাশি প্রার্থীদের তথ্য প্রদানে জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ই্ইউ)। যেখানে রোহিঙ্গা প্রার্থীদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এর ফলে ভোটারদের জানানো হচ্ছে রোহিঙ্গা নামে কোনো জনগোষ্ঠী নেই।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, মিয়ানমারের নির্বাচন প্রক্রিয়া থেকে রোহিঙ্গাদের অসম্পৃক্ত করা কোনোভাবেই উচিত হবে না। আন্তর্জাতিক বিচারিক আদালত জানুয়ারি মাসে রোহিঙ্গা সংক্রান্ত মামলার একটি আদেশ দিয়েছে, যেখানে রোহিঙ্গাদের বিশেষ ভঙ্গুর সম্প্রদায় হিসেবে অভিহিত করেছে।
মিয়ানমারকে যেকোনো ধরনের বিনিয়োগ, নির্বাচন ও অন্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক আদালতের ওই আদেশকে বিবেচনায় নেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সান নিউজ/এসএম