নিজস্ব প্রতিবেদক :
ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিনমাস সুপ্রিমকোর্টের উভয় বিভাগে প্র্যাক্টিস করতে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ।
সোমবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। কোনো আইনজীবীকে দেয়া এটি দেশের প্রথম সাজা।
এছাড়াও তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে আপিল বিভাগ।
এর আগে, আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।
তবে, সোমবার ইউনুস আলী আকন্দ আর কোনদিন এমন কাজ করবেন না বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা আমলে নেননি।
আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি আইনজীবীদের জন্য সতর্কবার্তা। কেউ যাতে বিচারবিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি না করে এটিই উদাহরণ হয়ে থাকবে।