নিজস্ব প্রতিবেদক :
নারী নির্যাতনসহ দেশে যে কোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পূর্ণব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ অক্টোবর) বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধকালে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।
সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের বিচারের নামে আন্দোলন করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি এবং দেশে সহিংসতা ছড়ালে তা কঠোর হাতে দমন করা হবে। সাম্প্রতিক ঘটে যাওয়া নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সরকার হটানোর নামে বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই। দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি একবার কোটা সংস্কার আন্দোলনের নামে, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে, জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।
কাদের বলেন, বিএনপি বিগত ১১ বছর সরকার পতনের নামে ষড়যন্ত্র করে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ত্ব প্রকাশ করছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির ওপর নজর রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তারা।
সান নিউজ/এসকে/বিএস