নিজস্ব প্রতিবেদক :
দুই দিনের সফল চেষ্টায় অবশেষে সম্ভব হয়েছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানোর কাজ। দীর্ঘ চার মাস বিরতির পর পদ্মা সেতুতে বসানো হলো ৩২ তম স্প্যান ।
আর এই স্প্যান সংযোজনের মধ্যেদিয়ে পদ্মাসেতু বঙ্গবন্ধু সেতুর সমান আয়তনের সেতুতে রুপান্তরিত হলো। আর ৩২তম স্প্যান বসানোর মধ্যদিয়ে স্বপ্নের সেতুর আয়তন ৪৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান ।
রোববার (১১ অক্টোবর) সকালে মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নম্বর খুঁটির উপর স্প্যান বসানোর কার্যক্রম সম্পন্ন হয়।
পদ্মাসেতু সূত্র জানায়, ৩২তম স্প্যান বসানোর পর পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৪৮০০ মিটার তথা প্রায় ৫ কিলোমিটার। পদ্মাসেতুকে মোট প্রয়োজন হবে ৪১টি স্প্যান । বাকি রয়েছে মাত্র ৯টি স্প্যান।
সেতু সচিব বেলায়েত হোসেন সাননিউজকে জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাকী ০৯টি স্প্যান বসানো সম্ভব হবে। সেতু কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করতে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসানো কথা রয়েছে। তারপর নভেম্বর ও ডিসেম্বরে ৫টি স্প্যান বসানোর মধ্যে দিয়ে পুরোপুরি দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মাসেতু ।
এদিকে, পদ্মা সেতুর উপর সড়ক পথ নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে।
অপর দিকে, সেতুর দুই প্রান্তে রেল সংযোগ প্রকল্পে যে ত্রুটি দেখা হয়েছে, তা সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক বৃহৎ প্রকল্পসমূহের মধ্যে পদ্মাসেতু প্রকল্প অন্যতম। সরকারের নিজস্ব অথ্যায়নে নির্মাণ হচ্ছে স্বপ্নের এ সেতু । এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
সান নিউজ/এসকে