নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।
রোববার (১১ অক্টোবর) সকালে তিনি নিজে পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে। ২০১০ সালের ১ জুলাই থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মমতাজ ফকির বলেন, একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি।
মমতাজ উদ্দিন ফকির ২০০১-০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।
মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্ট হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।
মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।
সান নিউজ/এসএম