নিজস্ব প্রতিবেদক :
সিলেট অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ কম্পন অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
রোববার (১১ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে বলা হয়, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতের মৈরাং এলাকায়। এটি উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা। ঢাকায় এর কোনো প্রভাব পড়েনি। এটি মৃদু মাত্রার কম্পন। কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি।
সান নিউজ/এসএম