গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। একইসঙ্গে বাংলাদেশের পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবি জানান তারা। বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় ইউনিভার্সিটি টিচার্স কনসোর্টিয়াম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন শিক্ষকরা।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ইসরাইল থেকে আড়িপাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল।
এ সময় ইসরাইলি পণ্য বয়কট করে দেশীয় শিল্প ও পণ্যের সম্প্রসারণে মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষকরা। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে থেকে বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেয়াসহ সিরিজ কর্মসূচি ঘোষণা করা হয়।