মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
জাতীয় প্রকাশিত ৮ এপ্রিল ২০২৫ ১১:১০
সর্বশেষ আপডেট ৮ এপ্রিল ২০২৫ ১১:১২

ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরার সময় বেঁধে দিল সৌদি 

নিজেস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত বিদেশি মুসল্লিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২৯ এপ্রিল (১ জিলকদ) হলো সৌদি আরব ত্যাগের সর্বশেষ দিন।

মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো হজ মৌসুম শুরুর আগেই ওমরাহ পালনকারীদের সৌদি আরব থেকে প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। কারণ, ১ জিলকদ থেকে হজ প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে যেসব ওমরাহ যাত্রী ১৫ শাওয়াল (১৩ এপ্রিল) পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করবেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ওমরাহ পালন শেষে ফিরে যেতে পারবেন।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পর সৌদি আরবে অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকেও আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে। এ ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে।

প্রসঙ্গত, হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটে। তাই এ সময়টাতে নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে ওমরাহ যাত্রীদের প্রস্থান নিশ্চিত করে থাকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বগুড়ায় এক পুলিশকে ঘুষ না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি এবং তা না দেওয়ায় মি...

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র খুনের ঘটনায় অর্থদাতা ফখরুল গ্রেফতার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর হামলা মামলায় অর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা