৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি প্রকাশের পর থেকেই লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন তারা। এই দাবিতে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির সামনে বিক্ষোভ করতে থাকেন ৪৬তম বিসিএস লিখিত প্রার্থীরা।
এদিকে, তাদের আন্দোলন চলাকালীন সময়ে দুপুরে পিএসসি কার্যালয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুই পরীক্ষা দেয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।
এই বক্তব্যের পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তাদের দাবি, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। তাদের ভাইভা কবে শেষ হবে আমরা জানি না।
এর মাঝেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮মে এবং ৪৭তম বিসিএসের প্রিলি আগামী ২৭ জুন হবে বলে সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে, আবার লিখিত পরীক্ষাতেও অংশ নিতে হবে। এ ছাড়া ৪৭তম প্রিলিতেও অনেকে অংশ নিবে। এত কম সময়ের মধ্যে এত প্রিপারেশন নেওয়া কঠিন। তাই লিখিত পরীক্ষা পেছানো উচিত বলে দাবি তাদের।