নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হলো ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা।
সোমবার (২৪ মার্চ) সকালে ৬টায় রাজধানী ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা বিশেষ ব্যবস্থায় ট্রেনগুলো চলবে। আজ এই যারা যাত্রা শুরু করছেন, তাদের অগ্রীম টিকিট গত শুক্রবার (১৪ মার্চ) বিক্রি করেছ বাংলাদেশ রেলওয়ে। এদিকে, যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত বৃহস্পতিবার (২০ মার্চ) পর্যন্ত।
এ সময় বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে রেলওয়ে।
সান নিউজ/এমএইচ