নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে ৩য় দিনের সংলাপ শুরু হয়েছে। এ আলোচনায় প্রথমে তাদের সাথে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এছাড়া আজ বিএনপি ও এনিসিপির মতামত দেয়ার কথা রয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় এই আলোচনা শুর হয়।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে এলো সুন্দরবনের আগুন
এদিন জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠক শুরু হয়। এ সময় সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
এই কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্ব ৬ সংস্কার কমিশনের প্রধান বৈঠকে উপস্থিত আছেন। এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে।
এছাড়াও দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি।
সান নিউজ/এমএইচ