নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের (২১ আগস্টের) গ্রেনেড হামলার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামিরদের খালাসের রায়ের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ (বুধবার) এ আপিলের শুনানি হতে পারে।
বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ঈদুল ফিতরে মিলছে লম্বা ছুটি
এর আগে, গত বছরের (১ ডিসেম্বর) রাজধানীর হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের একটি বেঞ্চ তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দিয়ে একটি রায় দেন। এ সময় বিচারিক আদালতের এই রায়কে 'অবৈধ' বলে উল্লেখ করেন।
রায়ে পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, এই মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা ২ টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ২০১৮ সালের (১০ অক্টোবর)
রাজধানী ঢাকার একটি আদালতমৃত্যুদণ্ড দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
সান নিউজ/এমএইচ