নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরাণীগঞ্জের আটি বাজার সংলগ্ন নয়াবাজার এলাকার নিজ বাড়ির সামনে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে কেরাণীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৬ মার্চ) রাত পৌনে ১টায় শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ২১২ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন চিকিৎসক।
আরও পড়ুন: ইসি-১৯ দেশের মিশন প্রধানদের বৈঠক
আটক ব্যাক্তির নাম মো. রবিন (১৫)।
শিশুর ফুফু বলেন, আমার ভাতিজি নার্সারিতে পড়ে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় রবিন তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তক্ষরণ হলে তার বাবা-মা বিষয়টি জানতে পারে। তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যালে আনা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযুক্ত রবিনকে কেরাণীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। শিশুর বাবা রবিবার রাত থেকে কেরাণীগঞ্জ থানাতেই আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মামলা না হলে বা পুলিশ না এলে শিশুর চিকিৎসা ঠিকভাবে হবে না। তাই আমরা আপনাদের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরতে চাই এবং এ ঘটনার সঠিক বিচার চাই। আমরা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলেছে সোমবার সকালে ঢাকা মেডিক্যালে আসবে। আমাদের শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যালের ওসিসিতে ভর্তি আছে।
আরও পড়ুন: দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রবিবার রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় কেরাণীগঞ্জ থেকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে। বিষয়টি কেরাণীগঞ্জ থানা পুলিশ অবগত আছে।
সান নিউজ/এমএইচ