নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে সরকার। এতে আরও ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি করে একটি একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
আরও পড়ুন: মাগুরার শিশুর মৃত্যুতে ড. ইউনূসের শোক
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। এই ক্ষমতা আগামী শনিবার (১৫ মার্চ) থেকে পরবর্তী ৬০ দিনের জন্য দেয়া হয়েছে।
সর্বশেষ গত (১৩ জানুয়ারি) সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ ২ মাস বাড়ানো হয়েছিলো। শুক্রবার এই মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই নতুন করে মেয়াদ বাড়ানো হলো।
সান নিউজ/এমএইচ