নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
আরও পড়ুন: ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব
বৃহস্পতিবার (১৩ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।
এ অবস্থায় আজ সারা দেশে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী পাঁচ দিনে আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সান নিউজ/এএন